বালুরঘাটের প্রাচীন ও বিখ্যাত বোল্লা রক্ষাকালী পুজো, শুক্রবার শুরু পুজো, উদ্দীপনা চরমে

উত্তরবঙ্গের প্রাচীন ও বিখ্যাত বোল্লা রক্ষাকালী পুজো। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের এই পুজো ঘিরে উদ্দীপনা থাকে চরমে। এই কালী পুজো ঘিরে নজরকাড়া মেলা বসে। পুজো ঘিরে টানা ৪ দিন এখানে মেলা চলে। শুক্রবার রয়েছে এই বোল্লা রক্ষাকালী পুজো।

/ Updated: Nov 10 2022, 02:06 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

উত্তরবঙ্গের প্রাচীন ও বিখ্যাত বোল্লা রক্ষাকালী পুজো। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের এই পুজো ঘিরে উদ্দীপনা থাকে চরমে। এই কালী পুজো ঘিরে নজরকাড়া মেলা বসে। পুজো ঘিরে টানা ৪ দিন এখানে মেলা চলে।  শুক্রবার রয়েছে এই বোল্লা রক্ষাকালী পুজো। অগনিত মানুষ এই সময় এখানে ভিড় জমান। মায়ের পুজো এখানে নিষ্ঠা সহকারে করা হয়। পুজোর প্রস্তুতি দেখতে জেলা পুলিশ সুপার রাহুল দে আসেন। কিছু প্রয়োজনীয় পরামর্শও দিলেন পুলিশ সুপার। মেলার প্রস্তুতিও চলছে জোরকদমে। এবছরও নিয়ম মেনে পশুবলি দেওয়া হবে। অনুমান, এবছর ভক্ত সমাগম অনেকটাই বেশি হবে।