পানের গুছিতে সঠিক পান দেওয়ার দাবিতে আন্দোলন, আন্দোলনে নামল পূর্ব মেদিনীপুরের পান চাষিরা
পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে পান চাষিরা আন্দোলনে নেমেছে | পান চাষিদের অভিযোগ, পান আড়তে চাষিদের গুছিতে অতিরিক্ত পান দিতে হয় , তারা সেটা মানবেনা ।
পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে পান চাষিরা আন্দোলনে নেমেছে, পান চাষিদের অভিযোগ, পান আড়তে চাষিদের গুছিতে অতিরিক্ত পান দিতে হয় । এর ফলে চাষিদের চরম ক্ষতির শিকার হতে হচ্ছে । তাদের দাবি মিঠা পান গুছিতে ১০০ ও বাংলা পান গুছিতে ৬০ টির বেশি দেওয়া যাবে না । মেছেদা পান বাজারে পান আড়তদার ও পান চাষিদের মধ্যে একপ্রস্থ বিক্ষোভ হয় । পানচাষিদের এই দাবী না মানলে বৃহত্তর আন্দলোনে নামার হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গ পান চাষি সুরক্ষা কমিটি।