- Home
- West Bengal
- West Bengal News
- DA-তো মিললই না উল্টে ভয়ঙ্কর চাপ বাড়ল সরকারি কর্মীদের! এবার এক সপ্তাহের মধ্যে করতেই হবে এই কাজ
DA-তো মিললই না উল্টে ভয়ঙ্কর চাপ বাড়ল সরকারি কর্মীদের! এবার এক সপ্তাহের মধ্যে করতেই হবে এই কাজ
- FB
- TW
- Linkdin
এখনও পর্যন্ত DA-র কোনও খবর দেয়নি রাজ্য সরকার। অন্যান্য রাজ্যে ডিএ ঘোষণা হলেও পশ্চিমবঙ্গে এখনও মহার্ঘ ভাতার কোনও খবর নেই। উল্টে বেড়ে গেল ভয়ঙ্কর চাপ।
এবার এক সপ্তাহের মধ্যে জমা করতে হবে এই রিপোর্ট নইলে শো কজ অবধারিত।
এবার রাজ্য সরকারি কর্মীদের উপর ভয়ঙ্কর চাপ বাড়াল রাজ্য সরকার। সামনেই বিধানসভা নির্বাচন তার আগেই বড় সিদ্ধান্ত।
এবার থেকে এক সপ্তাহের মধ্যে সমস্ত ফাইলের অবস্থান দেখবে নবান্ন। কোন কাজ কতদূর হয়েছে তার স্পষ্ট ধারনা দিতে হবে।
প্রত্যেক ১০ দিনের মধ্যে জমা দিতে হবে কাজের বর্তমান অবস্থানের রেকর্ড। কোনও কাজই যাতে পড়ে না থাকে সেই বিষয়ে কড়া হয়েছে নবান্ন।
ইতিমধ্যেই এই নির্দেশ জারি করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এদিকে ডিয়ে নিয়ে ভীষণ ক্ষুব্ধ রাজ্য সরকারি কর্মীরা।
এখনও পর্যন্ত DA-এ আদৌ বাড়বে কি না তার স্পষ্ট কোনও ধারনা পাওয়া যায়নি। এরমধ্যেই নতুন নির্দেশ জারি করল নবান্ন।
কেন্দ্রের হাঁটা পথ অনুসরণ করে ডিএ বাড়িয়েছে বেশ কিছু রাজ্য কিন্তু এখনও এই রাজ্যে কোনও ঘোষণা হয়নি।
বকেয়া ডিএ কবে মিলবে তাই নিয়েও বেশ চিন্তিত সরকারি কর্মচারি মহল।