রেল লাইনে হেডফোন খুঁজতে গিয়ে মর্মান্তিক পরিণতি ২ স্কুলপড়ুয়ার, শোকের ছায়া ভোগপুরে
রেল লাইনের ধারে পড়ে গিয়েছিল মোবাইল ফোনের হেডফোন। সেই হেডফোন খুঁজতে গিয়ে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক পরিণতি ২ স্কুলপড়ুয়ার।
রেল লাইনের ধারে পড়ে গিয়েছিল মোবাইল ফোনের হেডফোন। সেই হেডফোন খুঁজতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারাল দুই স্কুলপড়ুয়া। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে। মৃত ছাত্রদের নাম রূপঙ্কর কোলে ও দিব্যেন্দু সাঁতরা। তাঁরা ভোগপুরের কেনারাম হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল তাদের দেহ ময়নাতদন্তের জন্য তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে পাঠানো হয়। জোড়া মৃত্যুর ঘটনায় ভোগপুরে শোকের ছায়া।