ফুটবল বিশ্বকাপ উদ্বোধনের দিনে, হুগলির উত্তরপাড়ায় জার্সি গায়ে ফুটবল খেলতে নামল ডাক্তারবাবুরা
ফুটবল বিশ্বকাপ উদ্বোধনের দিনে হুগলির উত্তরপাড়ায় জার্সি গায়ে ফুটবল খেলতে নামল ডাক্তারবাবুরা । সবার আগে স্বাস্থ্য আর স্বাস্থ্যের জন্য খেলা এই বার্তা দিতেই মাঠে নামেন চিকিৎসকেরা ।
আজ কাতারে উদ্বোধন হয়েছে ফুটবল বিশ্বকাপ | আর এই দিনই জার্সি গায়ে ফুটবল খেলতে নামল ডাক্তারবাবুরা | কোন্নগরের মা সারদা হাসপাতালের উদ্যোগে এই আয়োজন | চিকিৎসক বনাম হাসপাতালের অন্যান্য কর্মচারীদের ম্যাচ | সবার আগে স্বাস্থ্য আর স্বাস্থ্যের জন্য খেলা এই বার্তা দিতেই মাঠে নামেন তারা | দিনের শেষে খেলার ফল কর্মচারীবৃন্দ:৩ চিকিৎসকবৃন্দ : ০ |