জঙ্গল ছেড়ে গ্রামের মধ্যে দাপিয়ে বেড়াচ্ছে চিতা বাঘ, সন্ধ্যা নামলেই আতঙ্কে ঘরের দরজা বন্ধ!

কৃষি জমি জুড়ে পায়ের ছাপ। ঝোপ থেকে উদ্ধার খুবলে খাওয়া ছাগল। চিতাবাঘের আতঙ্কে চাষবাস বন্ধ তিস্তা নদীর পাড়ে। জলপাইগুড়ি সদর ব্লকের কঁচুয়া বোয়ালমারি গ্রামের ঘটনা। আজ বনদপ্তরের কর্মীরা পর্যবেক্ষণে আসেন।

/ Updated: Nov 18 2022, 09:37 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কৃষি জমি জুড়ে পায়ের ছাপ। ঝোপ থেকে উদ্ধার খুবলে খাওয়া ছাগল। চিতাবাঘের আতঙ্কে চাষবাস বন্ধ তিস্তা নদীর পাড়ে। জলপাইগুড়ি সদর ব্লকের কঁচুয়া বোয়ালমারি গ্রামের ঘটনা। আজ বনদপ্তরের কর্মীরা পর্যবেক্ষণে আসেন। পায়ের ছাপ দেখে অনুমান চিতা বাঘ ঢুকেছে গ্রামে। গ্রামের এক মহিলার ছাগল মিলেছে আধ খাওয়া অবস্থায়। আরও এক যুবক দাবী করেছেন এটি চিতা বাঘ। রাতে ফেরার সময় সে সাক্ষাৎ দর্শন পেয়েছে তার। চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। খাঁচা বসিয়ে ফাঁদ পাতার সিদ্ধান্ত নেয় বনদপ্তর।