বরানগরে বন্ধ পরিত্যক্ত কারখানার ভেতরে আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতীদের তাণ্ডব, আতঙ্কে এলাকাবাসী

বরানগর পৌরসভার নৈনান পাড়া এলাকায় ১৮ বছর ধরে বন্ধ রয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বেঙ্গল ইউম্যানিটি কারখানা | রাতের অন্ধকারে দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে এই কারখানার ভেতরের যন্ত্রাংশ থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র লুঠপাট করে নিয়ে যাচ্ছে | 

 

/ Updated: Dec 07 2022, 05:26 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বরানগর পৌরসভার নৈনান পাড়া এলাকায় ১৮ বছর ধরে বন্ধ রয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বেঙ্গল ইউম্যানিটি কারখানা | ২৫ বিঘা জমিতে গড়ে ওঠা এই কারখানায় একসময় মূল্যবান ওষুধ তৈরি হতো | রাতের অন্ধকারে দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে এই কারখানার ভেতরের যন্ত্রাংশ থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র লুঠপাট করে নিয়ে যাচ্ছে | দুষ্কৃতীদের এই দৌরাত্মের ফলে এলাকার মানুষজন যথেষ্টই আতঙ্কিত | কারখানার ভেতরে দুষ্কৃতীদের লুঠ করার সেই ছবি ধরা পরল সংবাদমাধ্যমের  ক্যামেরায় | তৃণমূল নেতা রামকৃষ্ণ পাল বলেন, মুখ্যমন্ত্রী ও সাংসদ কে জানানো হয়েছে | সরকার আমাদের এই দাবি চিন্তাভাবনা করছে | তৃণমূলের ওপরতলার নেতৃত্ব পুরো চুপচাপ জানান বিজেপি নেতা রাজীব মিশ্র | সিপিএম নেতা পুরো ঘটনায় তৃণমূলকে দুষলেন |