Hooghly News Today: নিথর মেয়েকে আঁকড়ে ধরে মায়ের করুণ আর্তনাদ! থমথমে গোটা এলাকা
হুগলির চণ্ডীতলা খানাবাটী এলাকায় চাঞ্চল্য। উদ্ধার হলো এক ১৪ বছরের নাবালিকার পচাগলা দেহ। সেই নিথর দেহ আগলে দিন কাটাচ্ছিলেন তাঁর মা। সূত্রের খবর মেয়ে ও মা একায় থাকতেন বাড়িতে।
হুগলির চণ্ডীতলা খানাবাটী এলাকায় চাঞ্চল্য। উদ্ধার হলো এক ১৪ বছরের নাবালিকার পচাগলা দেহ। সেই নিথর দেহ আগলে দিন কাটাচ্ছিলেন তাঁর মা। সূত্রের খবর মেয়ে ও মা একায় থাকতেন বাড়িতে। নাবালিকা জন্ম থেকেই প্রতিবন্ধী ছিলেন বলে জানা যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। মৃত্যুর কারণ কী তা এখনও জানা যায়নি।