সিবিআই ক্যাম্প অফিসে রহস্যজনক মৃত্যু লালন শেখের, তিনি বগটুই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ছিলেন
সিবিআই ক্যাম্প অফিসে উদ্ধার হয় বগটুই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের ঝুলন্ত দেহ।মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভ দেখায় তার আত্মীয়রা ।
সিবিআই হেফাজতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হল বগটুই গণহত্যা কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের। সোমবার সন্ধ্যার দিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে এখনও পর্যন্ত সিবিআইয়ের পক্ষ থেকে কোন বিবৃতি দেওয়া হয়নি। অন্যদিকে বীরভূম জেলা পুলিশ ঘটনার কথা স্বীকার করে নিয়েছে। সূত্রের খবর রামপুরহাটের অস্থায়ী সিবিআই ক্যাম্প অফিসের শৌচাগারে ঝুলন্ত অবস্থায় লালন শেখের দেহ উদ্ধার হয়। কী কারণে মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। ভিডিওগ্রাফি করে দেহ উদ্ধার হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে।
লালন শেখের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তার আত্মীয় ও পরিচিতরা স্থানীয় হাসপাতালে ভিড় করতে শুরু করে। অন্যদিকে বীরভূম জেলা পুলিশের একটি দলও সিবিআই ক্যাম্প অফিসে পৌঁছে যায়। সূত্রের খবর লালনের দেহ যখন উদ্ধার হয়েছিল তখন গলায় জড়ান ছিল একটি লাল গামছা।