সংক্ষিপ্ত
রমরমিয়ে বাড়ছে ভেজাল তেলের ব্যবসা! পেট্রোল, ডিজেল কেনার আগ সাবধান হন
পেট্রোল, ডিজেল নিয়ে ফের কারচুপি! রাজ্যে আকাশ ছোঁয়া হয়েছে জ্বালানির দাম। শাখা-প্রশাখার মতো বিস্তার পেয়েছে ভেজাল তেলের বেআইনি ব্যবসা। পেট্রোল,ডিজেল নিয়ে দক্ষিণবঙ্গের ৩ জেলা থেকে উঠে এল ভয়ানক কারচুপির অভিযোগ। এই নিয়ে মামলা হতেই বিরাট নির্দেশ দিল হাইকোর্ট।
দক্ষিণবঙ্গের ৩ জেলা পূর্ব, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে রমরমিয়ে বাড়ছে কাটা তেলের ব্যবসা। ভেজাল তেলের রমরমিয়ে বাজার চলছে।সম্প্রতি এই নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে। এবার সেই মামলায় বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি শিবজ্ঞানমেরডিভিশন বেঞ্চ।
এদিন আদালতে অভিযোগ জানান হয় যে, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের জাতীয় সড়কের পাশে পাল্লা দিয়ে বাড়ছে ভেজাল খুচড়ো তেলে ব্যবসা। রমরমিয়ে বিক্রি হচ্ছে কাটা তেল। পেট্রোল পাম্প ছাড়াই পাওয়া যাচ্ছে বোতলজাত পেট্রোল ডিজেল।
এই পেট্রোল ও ডিজেলের সঙ্গে কেরোসিন ও অন্যান্য তেল মিশিয়ে কাটা তেল বানান হচ্ছে। এ বিষয়ে অবগত হলেও এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেয়নি প্রশাসন বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, " ওই তিন জেলার জেলাশাসকদের একটি বিশেষ টিম তৈরি করে যাতে ওই বেআইনি ভাবে বিক্রি করা তেলের ব্যবসা বন্ধ করে দেওয়া হয়। ফের ৬ সপ্তাহ পর শুনানির নির্দেশ দিয়েছে আদালত।