গুজরাটে ব্রিজ ভেঙে মৃত্যু হয় পূর্বস্থলীর বছর ১৭ এর যুবকের,বাড়িতে ফিরল নিথর দেহ

গুজরাতে মোরবি সেতু দুর্ঘনায় মৃত্যু হয় পূর্বস্থলীর বছর ১৭ এর যুবকের, আজ বাড়িতে ফিরল নিথর দেহ। পূর্বস্থলীতে ওই যুবকের উপস্থিত ছিলেন বাড়িতে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সহ বিশিষ্টজনেরা |

/ Updated: Nov 13 2022, 01:29 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

গুজরাতে মোরবি সেতু দুর্ঘনায় মৃত্যু হয় পূর্বস্থলীর বছর ১৭ এর যুবকের | আজ পূর্বস্থলীর কেশববাটির গ্রামে ফিরল নিথর দেহ | মৃত দেহ বাড়িতে ফিরতে কান্নার রোল পড়ে যায় গোটা গ্রাম জুড়ে | কাকার কাছে সোনার কাজ শিখতে গিয়েছিলো হাবিবুল সেখ | আচমকাই ব্রিজ ভেঙে মৃত্যু হয় হাবিবুল সেখের | এদিন কেশববাটি গ্রামে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ | তিনি জানান রাজ্য সরকার এই পরিবারের পাশে রয়েছে |