সংক্ষিপ্ত

Murshidabad News: বদলের বাংলাদেশে বদলায়নি হিন্দুদের উপর নির্যাতনের ছবি। দিন যত যাচ্ছে ততই প্রকট হচ্ছে ইউনূস সরকারের হিংসার ছবি। সামনে আসছে একের পর এক ভয়ঙ্কর অভিযোগ। দেশের এই টালমাটাল পরিস্থিতিতে অনেকেই ওপার বাংলা ছেড়ে এপারে আশ্রয় নিতে চাইছেন।…      

Murshidabad News: বদলের বাংলাদেশে বদলায়নি হিন্দুদের উপর নির্যাতনের ছবি। দিন যত যাচ্ছে ততই প্রকট হচ্ছে ইউনূস সরকারের হিংসার ছবি। সামনে আসছে একের পর এক ভয়ঙ্কর অভিযোগ। দেশের এই টালমাটাল পরিস্থিতিতে অনেকেই ওপার বাংলা ছেড়ে এপারে আশ্রয় নিতে চাইছেন। বাড়ছে অবৈধ অনুপ্রবেশকারীর আশঙ্কা। বেড়েছে সীমান্তে বিএসএফ-এর কড়া নজরদারি। আর এই আবহে এবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে এক ভারতীয় দালাল সহ ৩ অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিকে গ্রেফতার করল পুলিশ (Murshidabad News)

পুলিশ সূ্ত্রে খবর, ধৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। তারা সবাই বাংলাদেশের নাগরিক। ভারতীয় ওই দালালের হাত ধরেই এপারে প্রবেশ করেছে তারা। জানা গিয়েছে, বাংলাদেশ থেকে ভারতে অবৈধ ভাবে অনুপ্রবেশ করানোর অভিযোগে ওই দালালকেও গ্রেফতার করেছে পুলিশ (Murshidabad News)

জানা গিয়েছে, পুলিশের কাছে আগেই থেকেই গোপন সূত্রে এই অবৈধ অনুপ্রবেশের খবর ছিলো। সেইমত শুক্রবার রাতে মুর্শিদাবাদের রানিনগরের হারুডাঙা গ্রামের কালীমন্দির এলাকা থেকে তিন বাংলাদেশি সহ এক ভারতীয় দালালকে গ্রেফতার করে পুলিশ। এলাকা থেকে বাংলাদেশি গ্রেফতার হওয়ার খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। ধৃত বাংলাদেশি মহিলার নাম জানায়নি পুলিশ। তবে ধৃতদের জেরা করে কোন পথে তারা ভারতে ঢুকল সেটা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্যদিকে পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃত ওই ভারতীয় দালালের নাম সরিফুল ইসলাম। অভিযুক্ত রানিনগরের শিবনগর এলাকার বাসিন্দা। বাকি ধৃত বাংলাদেশিদের নাম- জামশেদ আলি, মহম্মদ বাবু, আকমল হোসেন। ধৃতদের প্রত্যেকেরই বাড়ি বাংলাদেশের নবাবগঞ্জের নাজিপুরের ধুলাউড়ি গ্রামে। ধৃত তিনজনের কাছ থেকে কোনও বৈধ পাসপোর্ট, ভিসা কিছুই মেলেনি। তারা সকলেই অবৈধ ভাবেই ভারতে ঢুকে পড়েছিল বলে জানিয়েছে পুলিশ। জেরায় ধৃতদের আরও দাবি তারা প্রত্যেকেই কাজের খোঁজে ওপার বাংলা থেকে ভারতে এসেছিল। তবে এই অনুপ্রবেশের পিছনে আর অন্য কোনও বড় চক্রের মাথা কাজ করছে কিনা সেটাো খতিয়ে দেখছে পুলিশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।