বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোঁড়ার ঘটনায় গ্রেফতার তিন নাবালক, আজ পেশ আদালতে

বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোঁড়ার ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে। প্রত্যেকেই বিহারের বাসিন্দা, আরও একজনের খোঁজে তল্লাশি চলছে।

 

/ Updated: Jan 06 2023, 01:18 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়ায় ঘটনা নিয়ে তোড়াপাড় হয়েছিল রাজ্যে। একবার নয়, চালু হওয়ার প্রথম সপ্তাহেই পরপর দুইবার এ জাতীয় ঘটনা ঘটেছিল। প্রথমবার মালদায় , দ্বিতীয়বার নিউ জলপাইগুড়িতে। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ প্রকাশ করে রেলপুলিশ। এবার গ্রেফতার করা হল তিন নাবালককে। তবে এই রাজ্যের নয় , তিনজনই বিহারের বাসিন্দা।

রেল পুলিশ ও স্থানীয় পুলিশের যৌথ অভিযানে বিহারের কিষাণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে তিন নাবাললকে। আর্থাৎ শুক্রবার বিহারের কাটিহারের জুভেনাইল আদালতে তোলা হবে তিন ধৃতকে। কিষাণগঞ্জের এসডিপিও আনওয়ার জাভেদ জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। আরও একজনকে চিহ্নিত করা হয়েছে। চতুর্থজনকেও গ্রেফতার করা হবে। সাধারণ মানুষের কাছে সরকারি সম্পত্তি নষ্ট না করার আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন এটি আইনত অপরাধ।