- Home
- West Bengal
- West Bengal News
- 'অভিষেক আমার পা'ও ধরেছিল'! এই তিনজন সাক্ষীও আছে, দাবি শুভেন্দু অধিকারীর
'অভিষেক আমার পা'ও ধরেছিল'! এই তিনজন সাক্ষীও আছে, দাবি শুভেন্দু অধিকারীর
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'বেইমান' মন্তব্যের পর শুভেন্দু অধিকারীর পাল্টা অভিযোগ, ২০২০ সালে অভিষেক তাঁর পায়ে ধরেছিলেন। শুভেন্দু দাবি করেন, এই ঘটনার তিনজন সাক্ষীও আছেন।

বাংলা জুড়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ২০২৬ এর নির্বাচণের প্র্স্তুতি।
এমনই এক সভায় রাজ্যের শাসক দলের এক সভামঞ্চ থেকে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে 'বেইমান' বলে সম্বোধন করেছেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই তীব্র আক্রমণের পরেই শুভেন্দু অধিকারী এক সংবাদিক সম্মেলনে আসেন।
এই সংবাদিক সম্মেলনে প্রকাশ্যে তিনি বলেন ২০২০ সালের ডিসেম্বর মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর পায়ে ধরেছিলেন।
এমনকি শুভেন্দু অধিকারী জায়গার উল্লেখ করে বলেছেন যে, শ্যামবাজারে এক তৃণমূলকর্মীর বাড়িতেই এই কাজ করেছিলেন অভিষেক।
একইসঙ্গে তিনি এই কথাও বলেন যে, 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে গোনা দিন অবশিষ্ট'- বলেও উল্লেখ করেন তিনি।
পদ্ম শিবিরের দলনেতা এও দাবি করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তার পায়ে ধরেছিলেন, এই ঘটার সাক্ষীও আছেন তিনজন।
তারা আর কেউ নন, বিহারের জন সুরাজ পার্টির নেতা প্রশান্ত কিশোর, ওনার দলের সাংসদ বর্ষীয়ান নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায়।
বিরোধী দলনেতা শুভেন্দু জানান, সেই বছরেই তিনি তৃণমূল ছেড়ে বিপেজি-তে যোগ দেন।
তখন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়-কে হারানোর দায়িত্ব দল দেয় আমাকে। আমি সেই কথা রেখেছি, তাই এখনও আমি সেই লড়াই চালিয়ে যাচ্ছি।