'এইরকম বুথ সভাপতি প্রত্যেকটি বুথে তৈরি করতে হবে' কেশপুরে সভামঞ্চে কাকে ডেকে নিলেন অভিষেক!

'কাউর কাছে আপনার হাত পাততে হবে না। দল আপনার বাড়ি তৈরি করে দেবে। দশ বছর ধরে আপনি বুথ সভাপতি। এইরকম বুথ সভাপতি প্রত্যেকটি বুথে তৈরি করতে হবে। এরাই তৃণমূল কংগ্রেসের গর্ব।' কেশপুরে বিরোধীদের একযোগে আক্রমণ অভিষেকের।'

/ Updated: Feb 04 2023, 05:47 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

'কাউর কাছে আপনার হাত পাততে হবে না। দল আপনার বাড়ি তৈরি করে দেবে। দশ বছর ধরে আপনি বুথ সভাপতি। এইরকম বুথ সভাপতি প্রত্যেকটি বুথে তৈরি করতে হবে। এরাই তৃণমূল কংগ্রেসের গর্ব।' কেশপুরে বিরোধীদের একযোগে আক্রমণ অভিষেকের। পঞ্চায়েত সদস্যা মঞ্জু দলবেরার কাঁচা বাড়ি। তার স্বামী অভিজিৎ দলবেরা বুথ সভাপতি। আবাস যোজনার বাড়ি পেয়েও তিনি ফিরিয়ে দিয়েছেন। তৃণমূল পঞ্চায়েত সদস্যা হওয়ার কারণেই তিনি এই পদক্ষেপ করেছেন। এই পঞ্চায়েত সদস্যাকে সভামঞ্চে ডেকে নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।