দুর্ঘটনার কবলে সুজাতা মন্ডলের গাড়ি, ভাগ্য ক্রমে রক্ষা পেলেন তৃণমূল নেত্রী
প্রচার সেরে ফেরার পথে দুর্ঘটনার কবলে তৃণমূল নেত্রী সুজাতা মন্ডলের গাড়ি । একটি মোটর বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁকুড়া জেলার জয়পুরে । যদিও নেত্রী সুজাতা মণ্ডল ওই গাড়িতে ছিলেন না।
প্রচার সেরে ফেরার পথে দুর্ঘটনার কবলে তৃণমূল নেত্রী সুজাতা মন্ডলের গাড়ি । একটি মোটর বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁকুড়া জেলার জয়পুরে । যদিও নেত্রী সুজাতা মণ্ডল ওই গাড়িতে ছিলেন না। তিনি তখন স্থানীয় একটি রিসোর্টে দুপুরের খাবার খাওয়ার জন্য গিয়েছিলেন । বাঁকুড়া জেলা পরিষদের ৪৪ নম্বর সিটে প্রার্থী হয়েছেন সুজাতা মন্ডল । উত্তরবাড় গ্রাম পঞ্চায়েত এলাকায় জয়প্রকাশ মজুমদারের সাথে নির্বাচনী প্রচারে ছিলেন তিনি । ঘটনায় দুটি গাড়ি দুমড়ে মুচরে যায় । ঘটনায় গুরুতর আহত হয় মোটরবাইকে থাকা দুইজন । যদিও সুজাতা মন্ডল এর গাড়িতে থাকা চালক ও তার দেহরক্ষীর কোন ধরনের ক্ষতি হয়নি ।