সংক্ষিপ্ত

ফের তৃণমূল কর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। রাত হলেই বিভিন্ন বাড়িতে ঢুকে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে ৷

ফের তৃণমূল কর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। রাত হলেই বিভিন্ন বাড়িতে ঢুকে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে ৷ এই অভিযোগকে কেন্দ্র করে তীব্র শোরগোল শুরু হয়ে গিয়েছে শান্তিপুরে। শাসকদলের মদতেই রাজ্যের বুকে এমন ধরনের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের।

ভোট পরিস্থিরি মধ্যেও আতঙ্কে দিন কাটাচ্ছেন শান্তিপুরের মহিলারা। শান্তিপুর থানার বাগআচড়া গ্রাম পঞ্চায়েতের করমচাঁপুর এলাকার ঘটনা । রাত হলেই প্রদীপ সরকার নামে ওই অভিযুক্ত তৃণমূল কর্মী বিভিন্ন বাড়িতে ঢুকে ঘুমিয়ে থাকা মহিলাদের গায়ে হাত দিচ্ছেন।

প্রশাসনের কাছে অভিযোগ জানানো সত্ত্বেও কোনও লাভ হয়নি বলে জানান এলাকার বাসিন্দারের ৷ বাড়িতে পুরুষ না থাকলেই সুযোগ নিচ্ছেন প্রদীপ ৷ কিন্তু এই ঘটনায় একেবারেই নীরব পুলিশ প্রশাসন। এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি মুখ্যমন্ত্রীর থেকেও।

এর আগেও মহিলাদের উপ অত্যাচারের অভিযোগ উঠেছিল সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তাঁর সঙ্গীদের উপরে। সন্দেশখালির ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। এবার ফের শান্তিপুরের ঘটনা প্রশ্ন তুলেছে সরকারি নিরাপত্তার দিকে