গাইঘাটার হাজরা তলায় মদের আসরে খুনের ঘটনায় সিভিক ভলেন্টিয়ার সহ গ্রেফতার দুই, ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে পেশ

গাইঘাটার হাজরা তলায় মদের আসরে খুনের ঘটনায় দুই জন কে গ্রেফতার করল গাইঘাটা থানার পুলিশ, ধৃতদের মধ্যে একজন সিভিক ভলেন্টিয়ার। ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয় |

/ Updated: Nov 13 2022, 01:19 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

গাইঘাটার হাজরা তলায় মদের আসরে খুনের ঘটনায় গ্রেফতার দুই | ধৃতদের মধ্যে একজন সিভিক ভলেন্টিয়ার | তাদের গ্রেফতার করল গাইঘাটা থানার পুলিশ | মৃত পঙ্কজ শিকারির পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে পুলিশ | ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ |