আরজি কর কাণ্ডের প্রতিবাদে চাকরি হারাতে হল দুই অস্থায়ী পৌর কর্মীর, রানাঘাটে বিজেপি-তৃণমূলের সংঘর্ষ

আরজি কর কাণ্ডের প্রতিবাদে চাকরি হারা হলেন দুই অস্থায়ী পৌর কর্মী। গত মাসের ২৮ তারিখে বিজেপির ডাকা বন্ধে যোগদান করায় ২ জন অস্থায়ী পৌর কর্মীকে কাজ থেকে ছাটাই করল রানাঘাট পৌরসভা।

Share this Video

আরজি কর কাণ্ডের প্রতিবাদে চাকরি হারা হলেন দুই অস্থায়ী পৌর কর্মী। গত মাসের ২৮ তারিখে বিজেপির ডাকা বন্ধে যোগদান করায় ২ জন অস্থায়ী পৌর কর্মীকে কাজ থেকে ছাটাই করল রানাঘাট পৌরসভা। ৭ নাম্বার ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর এর দাবি ওই দুই কর্মী বিজেপি সমর্থন বলেই তাদেরকে কাজ থেকে সরানো হয়েছে। যদিও এ বিষয়ে রানাঘাট পৌরসভার পৌরপ্রধান জানান এই ঘটনার সঙ্গে আরজিকরের ঘটনার কোনো সম্পর্ক নেই। ওই দুজন যুবক সঠিক সময়ে কাজে আসতেন না তাই তাদেরকে দপ্তর থেকেই সরানো হয়েছে।

Related Video