শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে আত্মঘাতী তরুণ,পরিবারের পাশে সমাজকর্মী নন্দিনী
ব্ল্যাকমেলের ৫ লক্ষ টাকা দিতে পারেননি! সেকারণে শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে নিজেকে শেষ করেছিল ২৭ বছর বয়সের এক তরুণ। তরুণ সুধাংশু দাসের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সমাজকর্মী নন্দিনী ভট্টাচার্য।
উত্তর ২৪ পরগনার জেলাসদর বারাসতে আত্মঘাতী তরুণ সুধাংশু দাসের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সমাজকর্মী নন্দিনী ভট্টাচার্য। কিছুদিন আগে গলায় গামছা জড়ানো অবস্থায় তাঁর নিথর দেহ উদ্ধার হয়েছে বাড়ি থেকে। পরিবারের সদস্যদের অভিযোগ সুধাংশুর স্ত্রীর পরিবারের সদস্যরা তাঁর ওপর টাকার জন্য চাপ দিচ্ছিল। ব্ল্যাকমেল করে ৫ লক্ষ টাকা চাওয়া হয়েছিল। নিজেকে শেষ করে দেওয়ার আগে ওই যুবক শ্বশুরবাড়ির অত্যাচার এবং মানসিক নির্যাতনের কথা জানিয়ে গিয়েছিলেন তাঁর পরিবারের সদস্যদের কাছে। নিহতের পরিবারের সদস্যরা পুলিশে অভিযোগ জানায়। বারাসত আদালতে নিহতের পরিবারের পাশে দাঁড়ান নন্দিনী ভট্টাচার্য। সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দেন।