মালদার চাঁচলে ভালোবাসার দিনে স্ত্রীকে ধারাল চাকুর আঘাতে রক্তাক্ত করল স্বামী

ভালোবাসার দিনে স্ত্রীকে রক্তাক্ত করলো স্বামী। এই ঘটনায় শোরগোল মালদহের চাঁচলে। পণের টাকার জন্য স্ত্রীর ওপর প্রতিনিয়ত অত্যাচার স্বামীর। চার লক্ষ টাকা দেওয়ার পরেও বন্ধ হয়নি অত্যাচার।

/ Updated: Feb 14 2023, 04:28 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ভালোবাসার দিনে স্ত্রীকে রক্তাক্ত করলো স্বামী। এই ঘটনায় শোরগোল মালদহের চাঁচলে।   পণের টাকার জন্য স্ত্রীর ওপর প্রতিনিয়ত অত্যাচার স্বামীর। চার লক্ষ টাকা দেওয়ার পরেও বন্ধ হয়নি অত্যাচার। এরপরে আব্দুল গনি ও রুজি খাতুনের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। এদিন রুজি খাতুনকে ধারালো চাকু দিয়ে আঘাত করে আব্দুল গনি। এই ঘটনায় চাঁচলের নেতাজি মোড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্বামী আব্দুল গনিকে গ্রেফতার করেছে চাঁচল থানার পুলিশ।