'দিদির দূত' তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে ঘিরে তুমুল বিক্ষোভ, মাংস-ভাত না খেয়েই উঠে পড়লেন সাংসদ!
'দিদির দূত' তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে ঘিরে তুমুল বিক্ষোভ। রাস্তা তৈরির দাবীতে তুমুল বচসা শতাব্দী ও এলাকাবাসীদের মধ্যে। হাঁসান বিধানসভার বিষ্ণুপুর অঞ্চলের মেলেডাঙা গ্রামে বিক্ষোভ। শতাব্দী রায় সাংসদ হওয়ার পর থেকে রাস্তার দাবী করছেন এলাকাবাসীরা।
'দিদির দূত' তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে ঘিরে তুমুল বিক্ষোভ। রাস্তা তৈরির দাবীতে তুমুল বচসা শতাব্দী ও এলাকাবাসীদের মধ্যে। হাঁসান বিধানসভার বিষ্ণুপুর অঞ্চলের মেলেডাঙা গ্রামে বিক্ষোভ। শতাব্দী রায় সাংসদ হওয়ার পর থেকে রাস্তার দাবী করছেন এলাকাবাসীরা। আজও হয়নি সেই রাস্তা। রাস্তার জন্য প্রায়ই অসুবিধায় পড়েন গ্রামবাসীরা। আজ শতাব্দী রায়কে দেখেই তারা ক্ষোভে ফেটে পড়েন। পরে আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপরে শতাব্দী যান একই অঞ্চলের তেঁতুলিয়া গ্রামে। সেখানে ভাতের থালা টেনে নিয়ে খেতে বসেন। কিন্তু সাংবাদিকদের ছবি তোলার পরেই ভাতের থালা রেখে উঠে পড়েন। এই ঘটনায় যথেষ্ট বেকায়দায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পরে অবশ্য শতাব্দী জানান তিনি সবই খেয়েছেন।