নেতাজির ১২৭ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি রাজ্যপালের, শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজির মূর্ত্তি তে মাল্য দান করলেন সি ভি আনন্দ বোস
সোমবার ২৩ জানুয়ারি নেতাজির ১২৭ তম জন্মবার্ষিকী, দেশ জুড়ে পালন হচ্ছে নেতাজির জন্মবার্ষিকী । এদিন শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজির মূর্ত্তি তে মাল্যদান করেন রাজ্যপাল ।
সোমবার ২৩ জানুয়ারি নেতাজির ১২৭ তম জন্মবার্ষিকী | দেশ জুড়ে পালন হচ্ছে নেতাজির জন্মবার্ষিকী | এদিন শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজির মূর্ত্তি তে মাল্যদান করেন রাজ্যপাল | এরপর তিনি জানান নেতাজির আদর্শে আমরা প্রত্যেকে অনুপ্রাণিত | আগামী প্রজন্মের ছেলেমেয়েরাও যেন নেতাজির আদর্শে নিজেদেরকে আদর্শিত করতে পারে | 'তিনি সবার মধ্যে এখনও জীবিত আছেন'- সি ভি আনন্দ বোস | এরপর তিনি একটি ব্যাঙ্কে গিয়ে নেতাজির ছবিতে মাল্যদান করেন |