রবিবার আরও নামল তাপমাত্রার পারদ,আর কতদিন স্থায়ী হবে শীত? জানাল হাওয়া অফিস

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফিরে এসেছে শীত। যদিও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, এই শীত খুবই সাময়িক এবং খুব তাড়াতাড়িই এই ছোট্ট শীতের স্পেল পার করে আবারও চড়তে থাকবে তাপমাত্রার পারদ ।

/ Updated: Feb 05 2023, 03:11 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন শুষ্ক পরিষ্কার আবহাওয়া থাকবে | আগামী তিনদিন কিছুটা কুয়াশা থাকার সম্ভাবনা আছে | রাতের তাপমাত্রা বর্তমানের থেকে দুই থেকে তিন ডিগ্রি কম রয়েছে | তবে আগামী তিন দিনে দু থেকে চার ডিগ্রী বাড়বে | উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচ দিনের শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে | দার্জিলিং কালিম্পং এ খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে | জানাল আলিপুর আবহাওয়া দফতর |