সংক্ষিপ্ত
বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার ও সোমবার। উত্তরবঙ্গে শনিবার থেকে বৃষ্টি কমতে পারে।
বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। যার জেরে প্রবল বৃষ্টির সম্ভাবনা উত্তর থেকে দক্ষিণে। আগামী কয়েকদিন ভারী বৃষ্টিতে ভাসতে দুই বঙ্গের একাধিক জেলা। তালিকায় নাম রয়েছে পুরুলিয়া , ঝাড়গ্রাম , পশ্চিম মেদিনীপুর , বাঁকুড়া , পশ্চিম বর্ধমান , পূর্ব বর্ধমান , বীরভূম , মুর্শিদাবাদ , নদিয়ার। যদিও বিগত বেশ কিছুদিন ধরেই বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে আগামী কয়েকদিনে বৃষ্টির পরিমান আরও বাড়বে হতে পারে বজ্রপাতও। শনিবার থেকেই বাড়বে বৃষ্টির পরিমান। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার ও সোমবার। উত্তরবঙ্গে শনিবার থেকে বৃষ্টি কমতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তর বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ স্পষ্ট হয়েছে। মূলত, দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এর অভিমুখ রয়েছে। এই নিম্নচাপের কারণেই সপ্তাহের শেষে বৃষ্টির পরিমান বাড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বিক্ষিপ্তভাবে থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও। তবে তাপমাত্রায় বিশেষ বদল আসার সম্ভাবনা নেই। বরং থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি।
পশ্চিম, মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে অবস্থান করছে নতুন সৃষ্ট হওয়া এই নিম্নচাপ। ধীরে ধীরে এটি শক্তি বাড়িয়েছে। এর প্রভাবে ওড়িশা উপকূলে ভালোরকম বৃষ্টিপাত হতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় শুক্রবার বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির পাশাপাশি বাজ পড়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় শুক্রবার মাঝারি থেকে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি সহ উত্তরের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ থাকতে পারে হালকা থেকে মাঝারি।