- Home
- West Bengal
- West Bengal News
- Weather News: হু হু করে নামছে রাতের তাপমাত্রার পারদ, নভেম্বরের আগেই জমছে কুয়াশা
Weather News: হু হু করে নামছে রাতের তাপমাত্রার পারদ, নভেম্বরের আগেই জমছে কুয়াশা
- FB
- TW
- Linkdin
দুর্গাপুজো মিটতেই আসতে চলেছে ধোঁয়া ওঠা কফি আর ঠোঁট ফাটার মরশুম। নভেম্বর মাস এখনও আসেনি, তার আগেই বঙ্গের আবহাওয়ায় হিমেল পরশ।
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে হু হু করে নামছে রাতের তাপমাত্রার পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছে প্রায় ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০-৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। চলতি সপ্তাহে এখনও পর্যন্ত বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
শহর এবং শহরতলিতে ভোরবেলা জমছে কুয়াশার চাদর। অর্থাৎ, একেবারে অক্টোবরের শেষ থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় হেমন্তের ছোঁয়া।
উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টিপাত হওয়ার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
জলপাইগুড়ি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। উত্তরবঙ্গেও তাপমাত্রা একইরকম চলবে বলে জানানো হয়েছে।