- Home
- West Bengal
- West Bengal News
- Rain Update: রবিবার থেকে কী পরিবর্তন হবে আবহাওয়ার? ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
Rain Update: রবিবার থেকে কী পরিবর্তন হবে আবহাওয়ার? ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
- FB
- TW
- Linkdin
আগামী সপ্তাহে বৃষ্টি
হাওয়া অফিস সূত্রের খবর দক্ষিণবঙ্গে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। পাল্টা উত্তরবঙ্গে রবিবার থেকেই বৃষ্টির পরিমাণ অনেকটা কমবে। দক্ষিণবঙ্গে ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টির সম্ভবনা রয়েছে।
ঘূর্ণাবর্তের জোড়া ফলা
আশার আলো ঘূর্ণাবর্ত। যেটি তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। তাতেই দক্ষিণবঙ্গে দুর্যোগ বাড়তে পারে।
মৌসুমী অক্ষরেখার অবস্থান
আপাতত মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে রাজস্থানের বিকানে। সেখান থেকে মধ্যপ্রদেশের গ্বালিয়র,সাতনা, হয়ে ডালটনগঞ্জ, হয়ে সেটি পূর্বা দিকে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত। তার জেরে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
শনিবারে বৃষ্টি
হাওয়া অফিসের পূর্বাভাস শনিবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি বাড়তে পারে। রবিবার থেকে প্রায় সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ভারী বৃষ্টির পূর্বাভাস
ঘূর্ণাবর্তের জেরে উপকূলবর্তী জেলা - দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
অস্বস্তি ও মেঘলা আকাশ
কলকাতা -সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও আদ্রতা জনিত অস্বস্তি রয়ে গেছে। ঘাম হচ্ছে প্রবল ভাবে। কলকাত-সহ বেশ কয়েকটি জেলার সর্বোচ্চ তাপমাত্রা এখনও স্বাভাবিকের তুলনা সামান্য বেশি রয়েছে।
কলকাতায় বৃষ্টি
হাওয়া অফিসের ওয়েবসাইট অনুযায়ী আগামী বুধবার পর্যন্ত কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
সতর্কতা
শক্তিশালী বর্ষার কারণে বর্তমান বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ কিলোমিটারের বেশি হতে পারে আন্দামান সমুদ্র ও সংলগ্ন এলাকায়। সেই কারণে মৎসজীবীদের আগামী রবিবার থেকে ২০ জুলাই পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। গেলেও সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গে বৃষ্টি
আপাতত রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা হলেও কমবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে।
বৃষ্টির ঘাটতি
এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি ৪২ শতাংশ। যার জেরে প্রবল সমস্যায় পড়েছে কৃষকরা। অনেক জায়গায় জলসংকট দেখা দিয়েছে। এই অবস্থায় ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টি হলে সমস্যা কিছুটা কমবে বলেও আশা করছে অনেকে।