- Home
- West Bengal
- West Bengal News
- Puja Rain: দেশে বর্ষা বিদায়ের ঘণ্টি বেজে গেছে, বাংলায় কবে থেকে বিদায় নেবে বর্ষা- রইল বড় আপডেট
Puja Rain: দেশে বর্ষা বিদায়ের ঘণ্টি বেজে গেছে, বাংলায় কবে থেকে বিদায় নেবে বর্ষা- রইল বড় আপডেট
- FB
- TW
- Linkdin
পুজোতে বৃষ্টি
কলকাতা সহ দক্ষিণ ও উত্তরবঙ্গে পুজোর মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
বর্ষা বিদায়
দেশে বর্ষা বিদায়ের ঘণ্টা বেজে গেছে। তবে পশ্চিমবঙ্গে বর্ষা বিদায় কবে? তারই আপডেট গিয়েছে আলিপুর হাওয়া অফিস।
পুজোর আগে নয়
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী পুজোর আগে কখনই বাংলা থেকে বিদায় নেবে না বর্ষা। তবে কবে বর্ষা বিদায় নেবে- তারও উত্তর দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
বাংলায় বর্ষা বিদায়
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত রাজ্যে বর্ষার প্রভাব থাকবে। তারপরই বিদায় নিতে পারে বর্ষা।
বৃষ্টির সতর্কতা
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস আপাতত বৃষ্টির কোনও সতর্কতা নেই। ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি কম থাকবে। আকাশ থাকবে আংশিক মেঘলা। মাঝে মাঝে চ়ড়া রোদ উঠবে। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
বুধবার থেকে বৃষ্টি
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বুধবার থেকে ফের বৃষ্টি বাড়লে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে।
উত্তরবঙ্গে আবহাওয়া
উত্তরবঙ্গে একটানা ভারি থেকে অতিভারি বৃষ্টি ও মেঘলা আকাশ থাকায় তাপমাত্রা অনেকটাই কমেছিল। আগামী কয়েক দিন তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে।
বৃষ্টির পূর্বাভাস
বৃষ্টির পরিমাণ ক্রমশ কমবে। মঙ্গলবার পর্যন্ত হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে। বৃষ্টির সম্ভাবনা থাকবে মূলত পার্বত্য এলাকায়।
কলকাতার আবহাওয়া
কলকাতায় দু-এক পশলা হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। সামনের সপ্তাহের মাঝামাঝি অর্থাৎ ঠিক পুজোর মুখে ফের বৃষ্টি বাড়তে পারে তিলোত্তমায়।