- Home
- West Bengal
- West Bengal News
- Weather News: বেশ কিছু জেলায় বৃষ্টি বাড়ার পূর্বাভাস, মঙ্গলবার কেমন থাকবে বাংলার আবহাওয়া?
Weather News: বেশ কিছু জেলায় বৃষ্টি বাড়ার পূর্বাভাস, মঙ্গলবার কেমন থাকবে বাংলার আবহাওয়া?
- FB
- TW
- Linkdin
হালকা বৃষ্টির জেরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে প্রায় ২৮.১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে প্রায় ৬৫ থেকে ৮০ শতাংশ।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, তাপমাত্রার ক্ষেত্রে খুব একটা পরিবর্তন ঘটবে না। তবে, মঙ্গলবারের পর থেকে দক্ষিণের বেশ কিছু জেলায় বৃষ্টি বাড়তে পারে। মঙ্গলবার পর্যন্ত হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে।
দক্ষিণবঙ্গে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি এবং কলকাতা জেলায় মঙ্গলবারের পর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণের অন্যান্য জেলাগুলিতে একেবারে সামান্য বৃষ্টিপাত হতে পারে। আপাতত দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিই অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কমেছে। কোচবিহার, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ – উত্তরের এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত চলতে পারে।
দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় মাঝারি বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হওয়ার পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন-
Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বড় খবর! আদালতের পথে বিশেষ একজনের নাম বললেন প্রাক্তন মন্ত্রী
আবার শিরোনামে ভারত-পাকিস্তান প্রেমকাহিনী, প্রেমিকের টানে বর্ডার পার করে পাকিস্তানে ছুটলেন বিবাহিতা মহিলা
Gujarat Rain: রাস্তায় চলছে কুমীর, সিংহ! গুজরাটের বন্যায় মুড়ি-মুড়কির মতো ভেসে যাচ্ছে গ্যাস সিলিন্ডার
RRKPK Censor: রবীন্দ্রনাথ ঠাকুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়! ‘ব্রা’ ‘বেহেন*দ’-এ ভর্তি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’