সংক্ষিপ্ত
লোকসভা নির্বাচনের আগে শিক্ষক নিয়োগ নিয়ে বিরোধী দলগুলিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আদালতের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।
আদালতে মামলা মিটলেই ৬০-৭০ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে। বুধবার বর্ধমানে প্রশাসনিক সভায় এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, 'আদালতের কাছে আমার আবেদন, দয়া করে শূন্যপদ পূরণ করার ব্যবস্থা করে দিন। চাকরি তৈরি আছে। আদালত ব্যবস্থা করলেই হাজার হাজার ছেলে-মেয়েকে চাকরি দেওয়া যাবে। আমাদের শিক্ষক পদ তৈরি। শুধু স্কুলেই ৬০-৭০ হাজার ছেলে-মেয়ে চাকরি পাবে। আমরা সবকিছু তৈরি করে রেখেছি। যদি কোথাও কোনও অন্যায় হয়ে থাকে তাহলে আদালত সংশোধন করুক। কিন্তু নতুন ছেলে-মেয়েরা যাতে সুযোগ পায় তার জন্য অবিলম্বে শূন্যপদ পূরণ করার ব্যবস্থা করতে হবে। কারণ, শূন্যপদ পূরণ হলে কয়েক হাজার ছেলে-মেয়ে শিক্ষক হিসেবে কাজ করার সুযোগ পাবে।'
সিপিআইএম-বিজেপি-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
প্রশাসনিক সভা থেকে সিপিআইএম ও বিজেপি-কে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'শিক্ষক নিয়োগের জন্য পদ তৈরি। আমরা কয়েক হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগ করব। কিন্তু সিপিএম-বিজেপির কয়েকটা পান্ডা আদালতে মামলা করে আটকে রেখে দিয়েছে। সিপিএম-কংগ্রেস-বিজেপি রাম-বাম-শ্যাম। সরকারের হাত বেঁধে রাখা হয়েছে। কেউ কেউ ভোটে জিততে না পেরে আদালতে চলে যায়।'
আদালত নিয়ে সরব মুখ্যমন্ত্রী
কলকাতা হাইকোর্টে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি দীর্ঘদিন ধরে চলছে। আদালতে ভর্ৎসনার মুখে পড়েছে এসএসসি, প্রাথমিক শিক্ষা পর্ষদ। নিয়োগ দুর্নীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর জন্য তাঁকে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। তবে বুধবার মুখ্যমন্ত্রী বলেন, 'আদালতের প্রতি আমার সম্মান আছে। আমি কোনও বিচারপতি সম্পর্কে কিছু বলতে চাই না। কোনও বিচারপতি সম্পর্কে কিছু বলা যায় না। রায়ের সমালোচনা করা যায়। আমি একজন আইনজীবী। কী করা যায় আর কী করা যায় না সেটা আমি জানি।'
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
BREAKING NEWS: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে চোট, হঠাৎ কনভয়ের মুখে পড়ল চলন্ত গাড়ি