- Home
- West Bengal
- West Bengal News
- ফের ভিজতে পারে উত্তরবঙ্গ, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে?
ফের ভিজতে পারে উত্তরবঙ্গ, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে?
- FB
- TW
- Linkdin
প্রবাদ আছে, 'মাঘের শীত বাঘের গায়ে,' দক্ষিণবঙ্গের বাসিন্দারা শীতের আমেজ উপভোগ করতে পারবেন?
মাঘ মাসের শুরুতে উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ থাকলেও, দক্ষিণবঙ্গে সেভাবে শীত উপভোগ করা যাচ্ছে না।
আগামী কয়েকদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে? কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর?
আগামী কয়েকদিন উত্তরবঙ্গে শীতের আমেজ থাকলেও, দক্ষিণবঙ্গের তাপমাত্রা খুব একটা কমছে না বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
গত সপ্তাহে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছিল, ফের একই পূর্বাভাস
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির পূর্বাভাস না থাকলেও, উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আগামী কয়েকদিন দার্জিলিং, কালিম্পঙের মতো জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, দার্জিলিং, কালিম্পং এবং আশেপাশের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একইসঙ্গে তুষারপাতও হতে পারে।
আগামী কয়েকদিন উত্তরবঙ্গের সব জেলায় অবশ্য বৃষ্টির পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর
আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস থাকলেও, সমতলের জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকতে পারে।
যে পর্যটকরা উত্তরবঙ্গে বেড়াতে যাচ্ছেন, তাঁরা মনোরম আবহাওয়া উপভোগ করতে পারেন
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কম। ফলে যাঁরা উত্তরবঙ্গে বেড়াতে যাচ্ছেন, তাঁরা স্বস্তিজনক আবহাওয়া উপভোগ করার সুযোগ পেতে পারেন।
উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস থাকলেও, শুকনো থাকছে দক্ষিণবঙ্গ
শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর। ফলে দক্ষিণবঙ্গে আবহাওয়া একইরকম থাকছে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও, কুয়াশা থাকতে পারে
আগামী কয়েকদিন ভোরের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে কোনও সতর্কতা জারি করা হয়নি।
কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে আগামী কয়েকদিন তাপমাত্রা একইরকম থাকতে পারে
রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন আবহাওয়া খুব একটা বদলাবে না।
ভোরের দিকে দার্জিলিংয়ের বিভিন্ন অঞ্চলে হাল্কা তুষারপাতের পূর্বাভাস রয়েছে
গত কয়েকদিন ধরে ভোরের দিকে দার্জিলিং, কালিম্পঙের মতো জেলাগুলিতে হাল্কা তুষারপাত দেখা যাচ্ছে। আগামী কয়েকদিন একইরকম আবহাওয়া দেখা যেতে পারে।
বৃষ্টি হলে উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের কামড় বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হলে তাপমাত্রা কমে যেতে পারে।