গুজরাট বিপর্যয়ের আঁচ লাগল পশ্চিমবঙ্গেও, ব্রিজ বিপর্যয়ে মৃত্যু বাংলার পূর্বস্থলীর এক যুবকের
গুজরাটে মাচু নদীর ওপর নবনির্মিত ব্রিজ ভেঙে বড়সড় বিপর্যয়, মৃত্যু হয়েছে শতাধিক মানুষের । ওই ঘটনায় মারা গেলেন ভিন রাজ্যে কাজ করতে যাওয়া পূর্বস্থলীর হাবিবুল শেখ ।
গুজরাটে মাচু নদীর ওপর নবনির্মিত ব্রিজ ভেঙে বড়সড় বিপর্যয় | মৃত্যু হয়েছে শতাধিক মানুষের | অগণিত মানুষের ভিড়ে ছিলেন বাংলার পূর্বস্থলীর এক যুবকও | মারা গেলেন ভিন রাজ্যে কাজ করতে যাওয়া হাবিবুল শেখ | খবর আসতেই এলাকা জুড়ে শোকের ছায়া | শোকে স্তব্ধ হয়ে গিয়েছে নিহত যুবকের পরিবার | বহুক্ষণ নিখোঁজ থাকার পর গতকাল রাতে তাঁর দেহ উদ্ধার করা হয় | মৃতের বাবা জানান যে, তাঁর ছেলে সোনার কাজের জন্য গুজরাটে গিয়েছিল |