- Home
- West Bengal
- West Bengal News
- Weather News: কেমন থাকবে বড়দিনের আবহাওয়া? রবিবার শীত ফিরতেই উঠছে সেই প্রশ্ন
Weather News: কেমন থাকবে বড়দিনের আবহাওয়া? রবিবার শীত ফিরতেই উঠছে সেই প্রশ্ন
- FB
- TW
- Linkdin
পৌষেও বৃষ্টি
পৌষ মাসেও বষ্টি আর নিম্নচাপ পিছু ছাড়েনি। কয়েক দিন ধরেই দক্ষিণবঙ্গের সঙ্গী ছিল বৃষ্টি আর মেঘলা আকাশ। সঙ্গে অবশ্যই ছিল কুয়াশা। এই অবস্থায় প্রশ্ন কেমন থাকবে বড়দিন বা ২৫ ডিসেম্বরের আবহাওয়া।
বড়দিন বা ২৫ ডিসেম্বর
বাড়িদিনে কাউন্টডাউন শুরু হয়েছে । আগামী বুধবার বড়দিন। ২৫ ডিসেম্বর মানেই উৎসবের দিন। গ্রীষ্ণপ্রধান দেশ ভারতে শীতের অনুষ্ঠান বড়দিন মানেই বাড়তি হইহুল্লোড়। তাই আবহাওয়া কেমন থাকবে তাই নিয়ে শুরু হয়েছে খোঁজ খবর।
রবিবারের আবহাওয়া
নিম্নচাপের জেরে কয়েক দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ ছিল উর্ধ্বগামী। কিন্তু রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ কিছুটা নিম্নগামী। এই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রির সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রির কাছাকাছি থাকবে বলেও পূর্বাভাস।
পরিষ্কার আকাশ
রবিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ রয়েছে পরিষ্কার, রোদঝলমলে। বাড়ছে উত্তুরে হাওয়ার দাপট।
শীতের আমেদ
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই থাকবে শীতের আমেজ। কিন্তু তা স্থায়ী হবে না।
তাপমাত্রা বাড়বে
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস বুধবার , বড়দিনের আগেই ফের তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে জাঁকিয়ে শীত না পড়লেও মনোরম আবহাওয়া থাকবে
দার্জিলিং তুষারপাত
দার্জিলিংএর উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সিকিমেও তুষারপাত তে পারে।
কুয়াশার পূর্বাভাস
উত্তরবঙ্গের পাঁচ জেলায় কুয়াশার থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদহতে কুশায়ার কারণে দৃশ্যমানতা কমবে।
পশ্চিমীঝঞ্ঝা
উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আছড়ে পরার সম্ভাবনা রয়েছে। রবিবার ২২ ডিসেম্বর এবং শুক্রবার ২৭ ডিসেম্বর উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে ঝঞ্ঝা।
শৈত্যপ্রবাহ
জম্মু-কাশ্মীর লাদাখে চলবে শৈত্যপ্রবাহ। শীত বাড়বে পঞ্জাব হরিয়ানা ও চণ্ডীগড়-সহ উত্তর ভারতে।