সংক্ষিপ্ত

এ যেন পুরো সিনেমার গল্প। 

আর সেই অশান্তি চরমে পৌঁছতেই, ঘুমন্ত স্বামীর যৌনাঙ্গ কেটে দিল স্ত্রী। মুর্শিদাবাদের ডোমকল থানার পেচেরপাড়ায় এই ঘটনাটি ঘটেছে। এরপরেই বেশ চাঞ্চল্য ছড়িয়েছে সেই এলাকায়। আপাতত সেই অভিযুক্ত মহিলার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

জানা গেছে, অভিযুক্ত ওই মহিলার এটি দ্বিতীয় বিয়ে। দুই সন্তানের মা ওই মহিলা হাসানুর শেখের সঙ্গে সংসার করতে শুরু করেন। পরিবার সূত্রে খবর, বিয়ের পর থেকেই দুজনের মধ্যে প্রায়শই অশান্তি লেগে থাকত। সম্ভবত হাসানুর অন্য একজন মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন।

আর তার তীব্র বিরোধিতা করত ওই মহিলা। এরপর শনিবার, রাতে অশান্তি আরও চরমে গিয়ে পৌঁছয়। এরপর ঘুমিয়ে পড়েন হাসানুর। সঙ্গে ঘুমোতে চলে যায় তাঁর স্ত্রী-ও। কিন্তু অভিযোগ, ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র হাতে হাসানুরের উপর চড়াও হয় সেই মহিলা। হাসানুরের পুরুষাঙ্গ কেটে দেয় বলেই অভিযোগ সামনে আসছে।

যন্ত্রণায় চিৎকার করতে শুরু করে দেন হাসানুর। চিৎকার চেঁচামেচিতে দৌড়ে আসেন প্রতিবেশীরা। রক্তাক্ত অবস্থায় প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করেন। এরপর ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।

ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে ডোমকল থানার পুলিশ। প্রসঙ্গত, এক সপ্তাহ আগেই হাওড়ায় প্রাক্তন প্রেমিকের গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ ওঠে এক তরুণীর বিরুদ্ধে। যৌনতার অছিলায় নির্জন জায়গায় যুবককে ডেকে নিয়ে গিয়ে তাঁর গোপনাঙ্গে কোপ দেয় সেই তরুণী।

সম্পর্ক নিয়ে টানাপোড়েনের জেরে এমন নৃশংস হামলা বলেই জেরায় জানান ধৃত সেই তরুণী। কিন্তু সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও চরম নৃশংসতার সাক্ষী থাকল ডোমকল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।