সংক্ষিপ্ত

বুধবার থেকে বৃষ্টি শুরু হবে কলকাতায়। বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও। 

বুধবার থেকে বৃষ্টি শুরু হবে কলকাতায়। বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও। ২১শে জুলাই থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলি, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বেশি বৃষ্টি হবে। আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গও ভিজবে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে।

 

জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারের কয়েকটি জায়গায় বৃষ্টি হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হবে, বিশেষ করে উপকূলের জেলাগুলিতে। বুধবার অর্থাৎ ২১ তারিখ থেকে এই বৃষ্টি শুরু হবে। এদিকে, ২৩ তারিখ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে। ফলে ২২ ও ২৩ তারিখ দুই চব্বিশ পরগণা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

পাশাপাশি, ২৬ তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে বৃষ্টি আরো বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এই বৃষ্টি চলবে ২৭-২৮ তারিখ পর্যন্ত। তবে ভ্যাপসা যে গরমের সাক্ষী রয়েছে গোটা বাংলা, তার বিশেষ পরিবর্তন হবে না। নিম্নচাপ তৈরি হলে যখন বেশি বৃষ্টি হবে, তখন দিনের তাপমাত্রা খানিকটা কমবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।