সংক্ষিপ্ত
যদিও এখনও পর্যন্ত ভোরের দিকে হালকা ঠান্ডা বোধ হচ্ছে বটে কিন্তু এই স্বস্তি বেশিদিনের নয়, এমনটাই বলছে হাওয়া অফিস।আগামী দুই দিনের মধ্যেই কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছুঁতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে
ফেব্রুয়ারি বিদায় নিতেই ধীরে ধীরে চড়তে শুরু করেছিল পারা। এবার মার্চের প্রথম সপ্তাহ পার হতে না হতেই কার্যত রুদ্র মেজাজ দেখা যাচ্ছে আবহাওয়ার। আসন্ন চৈত্রমাসে যে বাংলার আবহাওয়া মোটের উপর উত্তপ্তই থাকবে তা আর নতুন কর বলার কিছু নেই। ইতিমধ্যে রোদের তাপ বাড়ছে প্রতিটা জেলায়। যদিও এখনও পর্যন্ত ভোরের দিকে হালকা ঠান্ডা বোধ হচ্ছে বটে কিন্তু এই স্বস্তি বেশিদিনের নয়, এমনটাই বলছে হাওয়া অফিস।আগামী দুই দিনের মধ্যেই কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছুঁতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে হাওয়া অফিস। অর্থাৎ, মার্চের দ্বিতীয় থেকেই গরমের ভোগান্তি বাড়াবে বলেই মনে করা হচ্ছে।
তবে আগামী কয়েকদিন কলকাতায় মূলত পরিষ্কার আকাশ বলেই জানা যাচ্ছে। সকালের দিকে হালকা ধোঁয়াশা দেখা যাচ্ছে গত কয়েকদিন ধরেই। আগামী কয়েকদিনও তা জারি থাকবে। পরে পরিষ্কার আকাশ থাকবে বলে জানা যাচ্ছে। তবে আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এদিকে ইতিমধ্যেই সকাল-সন্ধ্যায় শীতের আমেজ রীতিমতো উধাও হয়ে গিয়েছে। এমনকী দোলের সময় অন্যবারের মতো ঠাণ্ডার আমেজ এবারে থাকবে না বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে আগামী কয়েকদিন বেলা বাড়লে গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি দুটোই বাড়বে বলে মনে করা হচ্ছে। এদিকে আজ মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি ছুঁতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
আরও পড়ুন- শান্তির বার্তা দিতে বাংলার বুকে করা হল মহাযজ্ঞের আয়োজন
আরও পড়ুন-খুশিতে ৩৬ হাজার রসগোল্লা বিতরণ তৃণমূল কাউন্সিলরের
আরও পড়ুন- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ভয়ঙ্কর অভিজ্ঞতা বাড়ি ফিরল ৩ পড়ুয়া, খুশির হাওয়া পরিবারে
অন্যদিকে এদিন সর্বনিম্ন তাপমাত্রাও বেড়ে ২১ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে বলে খবর। তবে সম্প্রতি নিম্নচাপের একটা পূর্বাভাস মিলেছিল। যদিও তার এখনও পর্যন্ত কোনও সুস্পষ্ট রূপরেখা দেখতে পাওয়া যায়নি। গতবিধি বুঝতে এখনও কিছুদিন অপেক্ষা করতে হবে বলেই মত আবহওয়াবিদদের। এদিকে এদিন রাতের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২০.২ সেলসিয়াস৷ আগামী চার পাঁচ দিনে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। রাতের তাপমাত্রা কলকাতায় ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। দুটোই স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। তবে তাপমাত্র বাড়লেও আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কোনও জেলাতে তাপপ্রবাহের সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- ‘দ্য ওয়ারিয়ার ডেমোক্র্যাট শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়’, ধনখড়ের হাতে প্রকাশ পাচ্ছে নতুন বই