সংক্ষিপ্ত

  • আসছে কাঁপুনির দিন
  • জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস
  • পৌষ শুরুর আগেই জাঁকিয়ে শীত
  • পর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের
     

অবশেষে প্রতিক্ষার অবসান হতে চলেছে। পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ায় উত্তরে হাওয়া ঢুকতে শুরু করেছে রাজ্যে। ফলে আগামী দুদিনের মধ্যে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমবে। পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। 

বুধবারের পর থেকেই দ্রুত তাপমাত্রা কমবে। ফলে রাজ্যে জাঁকিয়ে শীতের অনুকূল পরিবেশ তৈরি হবে। ইতিমধ্যে উত্তর-পশ্চিম ভারতে শুরু হয়েছে শৈত্য প্রবাহ। এর প্রভাবে রাজ্যে আসতে চলেছে শীত।

আগামী দুদিন সকালের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশা থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। 

জম্ম-কাশ্মীর, হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ডে ইতিমধ্যে শুরু হয়েছে শৈত্য প্রবাহ। তুষারপাত চলছে সিকিমেও। এই পরিস্থিতিতে সোমবার থেকেই নিম্নমুখী হবে রাজ্যের তাপমাত্রার পারদ। ফলে বুধবার থেকে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা। যদিও আগামী সপ্তাহে ফের পশ্চিমী ঝঞ্জা তৈরির সম্ভাবনা থাকায় শীতের এই ইনিংস দীর্ঘ মেয়াদি হওয়ার সম্ভাবনা কম।