Modi at ASEAN Summit: এক পৃথিবী-এক পরিবার-এক ভবিষ্যত, জি-২০-এর আগে আসিয়ান সম্মেলনে বিশ্বের কাছে প্রধানমন্ত্রী মোদীর মন্ত্র
Sep 07 2023, 10:14 AM ISTপ্রধানমন্ত্রী বলেন, আমাদের অর্থাৎ ভারত ও ইন্দোনেশিয়া অংশীদারিত্ব চতুর্থ দশকে পৌঁছেছে। এই শীর্ষ সম্মেলনে সহ-সভাপতি হতে পারা তাঁর জন্য সম্মানের। তিনি এই শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোকে আন্তরিক অভিনন্দন জানান।