Narendra Modi News -

1576 Stories

দ্বিতীয়বার গ্র্যামি জয় ভারতীয় বংশোদ্ভূত রিকি কেজের, প্রধানমন্ত্রী মোদীর প্রশংসায় আপ্লুত সঙ্গীত পরিচালক

Apr 05 2022, 10:44 AM IST
লাসভেগাসে অনুষ্ঠিত হয়ে গেল ৬৪ তম গ্র্যামি অ্যাওয়ার্ড। আর এই গ্র্যামিক মঞ্চেই দ্বিতীয়বার গ্র্যামি পুরস্কার জিতে নিলেন ভারতীয় মিউজিশান রিকি কেজ। এবারেও গ্র্যামির মঞ্চে সেরার মুকুট উঠল দুই ভারতীয়র। রবিবারের রাতে লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন এরিনা সাক্ষী থাকল সেই বিশেষ মুহূর্তে। বিশ্বের সেরা সঙ্গীতের মঞ্চে উড়ল ভারতের জাতীয় পতাকা। এই নিয়ে দ্বিতীয়বার গ্র্যামি পুরস্কার জিতে নিলেন ভারতীয় মিউজিশান রিকি কেজ। বেস্ট নিউ এজ অ্যালবাম বিভাগে নিজের নতুন অ্যালবাম 'ডিভাইন টাইডস'-এর জন্য রক লেজেন্ড স্টুয়ার্ট কোপেল্যান্ডের সঙ্গে জুটি বেঁধেছিলেন রিকি কেজ। এবার সেই অ্যালব্যামের হাত ধরেই দ্বিতীয়বার গ্র্যামি পুরস্কার জিতলেন রিকি কেজ।

More Trending News

Top Stories