'সাহেব সবই জানেন যুদ্ধ হবে ২০২৪-এ', চার রাজ্যে বিজেপির জয়ের পর মোদীকে ঠুঁকলেন প্রশান্ত কিশোর
Mar 11 2022, 03:12 PM ISTপ্রশান্ত কিশোর সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে বলেন আগামী ২০২৪ সালে ভারতে একটি যুদ্ধ হবে। সেটি কোনও রাজ্যের নির্বাচন হয়। প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করে তিনি বলেন, 'সাহেব এসব জানেন। তাই বিরোধীদের ওপর একটি সিদ্ধান্তমূলক মনস্তাত্ত্বিক সুবিধে প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রীয় ফলাফলকে ঘিরে উন্মত্ততা সৃষ্টির একটি চতুর প্রচেষ্টা তিনি করছেন'।