বুদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে নেপালের লুম্বিনী যাবেন প্রধানমন্ত্রী মোদী, দুই দেশের সম্পর্ক আরও শক্ত করাই লক্ষ্য
May 15 2022, 10:50 PM ISTপবিত্র বুদ্ধজয়ন্তী উপলক্ষে মায়াদেবী মন্দিরে তিনি পূজার্চনায় অংশ নিতে অত্যন্ত আগ্রহী ছিলেন। ভগবান বুদ্ধের পবিত্র এই জন্মস্থানে লক্ষ লক্ষ ভারতীয়ের মত শ্রদ্ধা জানানোর সুযোগ পেয়ে তিনি অত্যন্ত সম্মানিত, বলেও জানিয়েছেন।