রক্তমাখা নয়, বরং ভালবাসায় মজে শিবা-ইশা, মেহেন্দির দিনে প্রকাশ পেল রণবীর-আলিয়ার 'ব্রহ্মাস্ত্র'র নয়া ভিডিও
Apr 14 2022, 06:03 PM ISTঅয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র' ছবি নিয়ে উত্তেজনার পারদ এমনিতেই তুঙ্গে। শিবা ও ইশার রক্তমাখা ছবি বারবার নজর কেড়েছে ভক্তদের। রিয়েল লাইফের জুটির রোম্যান্স দেখার জন্য মুখিয়ে ছিলেন ভক্তরা। এবার সেই আশাও পূরণ হল। রণবীর ও আলিয়ার মেহেন্দি সেরেমনির দিন প্রকাশ্যে এল 'ব্রহ্মাস্ত্র'র নতুন ভিডিও। যেখানে প্রেমিকা ইশাকে কাছে টেনে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন শিবা। হলুদ রঙের প্রিন্টেড স্কার্ট ও হলুদ রঙের টপ পরে নজর কেড়েছেন আলিয়া ভাট। অন্যদিকে ডেনিম জিন্স, সাদা টি-শার্ট, মেরুণ রঙের শার্টে গলায় মালা পরে দেখা গিয়েছে রণবীরকে। পুষ্প বৃষ্টির মধ্যে ভালবাসায় মজে ছিলেন শিবা ও ইশা।