কাজের জন্যই কি ভেস্তে গেল রণবীর-আলিয়ার মধুচন্দ্রিমা? বিয়ের ৫ দিন পরই কাজে ফিরলেন রালিয়া জুটি
Apr 19 2022, 02:29 PM ISTহাতে সময় খুবই কম। মাত্র ৫ দিনের ঝটিকা সফরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন রালিয়া জুটি। বিয়ের ছুটি শেষ হতেই যেন আদাজল খেয়ে যে যার কাজে লেগে পড়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। তবে কি কাজের জন্যই ভেস্তে গেল রণবীর - আলিয়ার মধুচন্দ্রিমা। শোনা গিয়েছিল, বিয়ের পর সুইজারল্যান্ডে হানিমুনে উড়ে যাবেন রণবীর ও আলিয়া। কিন্তু তা আর হল কোথায়? সোমবারই সদ্য বিবাহিত রণবীর কাপুরকে দেখা গেল টি-সিরিজের অফিসের বাইরে। সাদা টি-শার্টের উপর চাপানো চেকড শার্ট,কার্গো প্যান্ট, মুখে মাস্ক পরেই পাপারাৎজিদের ক্যামেরায় হাসি মুখে পোজ দিলেন রণবীর কাপুর। মুহূর্তের মধ্যে ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে আলিয়াও ব্যস্ত নিজের কাজে।