কেমন চলছে পুষ্পা ২-এর শুটিং? সেট থেকেই ছবি শেয়ার করলেন রশ্মিকা মান্দানা
'পুষ্পা: দ্য রাইজ'-এ আল্লু অর্জুন, রশ্মিকা মান্দান্না এবং ফাহাদ ফাসিল প্রধান চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি ফাহাদ ফাসিলের স্থলাভিষিক্ত হতে চলেছেন অর্জুন কাপুর, এমন খবর সামনে আসে। পরে নির্মাতারা স্পষ্ট জানিয়ে দেন যে তারা এমন কিছু ভাবছেন না।