Amitabh-Ambarish: ৮০-তে অমিতাভ, ‘ভগবান বৃদ্ধ হয়েছেন’? কী বলছেন অম্বরীশ?
Oct 11 2022, 05:21 PM ISTঅম্বরীশকে অমিতাভ বলেছিলেন, ফোনকে আপডেট করতে হয় প্রতি মুহূর্তে। তবেই সে সচল। তেমনি মানুষের মন, স্মৃতিকেও ঝালিয়ে নিতে হয় সফটওয়্যারের মতো। তারপরেই পাল্টা প্রশ্ন অম্বরীশের, এই ভাবনা যাঁর তিনি কোনও দিন বৃদ্ধ হতে পারেন?