PAC-র চেয়ারম্যান মুকুল রায় হতেই প্রতিবাদে নেমেছেন বিজেপি বিধায়করা। মঙ্গলবার রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে এই সংক্রান্ত নালিশ জানাবেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা, দিতে পারেন ইস্তফাপত্রও।
'এতদিন তিনি ভুল পথে পরিচালিত হয়ে ছিলেন'রবিবার ১৫০ জন সহকর্মী সমর্থকদের নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ জানালেন বিজেপির পশ্চিম ভাগের সহ সভানেত্রী পূর্ণিমা নস্কর। এছাড়াও অন্যান্য বুথ থেকে প্রায় ৪০০ জন বিজেপির কর্মী সমর্থকেরা যোগদান করেন ।
'ভুয়ো ভ্যাকসিন নয়, তেল দুর্ণীতিতে কাকে গ্রেফতার করা হবে সেটা ভাবুক বিজেপি', শনিবার গেরুয়াশিবিরকে তীব্র আক্রমণ করলেন ফিরহাদ হাকিম। 'শুভেন্দু নিজে একাই BJP-কে শেষ করে দেবে', ছাড়েননি রাজ্যের বিরোধী দল নেতাকেও।