Dhanteras 2021: অর্থ-সমৃদ্ধি পেতে ধনতেরসের দিন ঘরে আনুন এই ৫ জিনিসের মধ্যে একটি
Oct 27 2021, 04:13 PM ISTধনতেরাসে (Dhanteras) কম বেশি সকলেই কিছু না কিছু কিনে থাকেন। অধিকাংশ মানুষই এদিন সোনার জিনিস কেনেন। মনে করা হয় এদিন সোনার জিনিস কেনা শুভ।এমন বেশ কিছু জিনিস রয়েছে যা ধনতেরাসের দিন কিনলে উজ্জ্বল হয় অর্থ ভাগ্য। ধনতেরাসের দিন সোনা বা রুপোর (Gold) কিছু কেনা খুব ভালো তা গয়নাই হোক বা রুপোর টাকা। এদিন ঝাঁটা কেনাও খুব ভালো যা অনেকেরই অজানা। মনে করা হয় এদিন ঝাঁটা কিনলে আর্থিক সমস্যা দূর হয়ে যায়। অনেকেই এদিন ইলেকট্রনিক জিনিস কিনে থাকে। ফ্রিজ, টিভি বা অন্য যেকোনও ইলেকট্রনিক জিনিস কিনতেই পারেন। ধনতেরাসকে একটি শুভদিন মনে করা হয়। এদিন তাই অনেকেই নতুন ব্যবসার শুরু করেন। ধনতেরাসের দিন রুপো, তামা বা পিতলের বাসনও কিনতে পারেন। তবে লোহার বাসন না কেনাই ভালো।