ভীড়ের চাপে হাঁসফাঁস দশা! বন্ধ করে দেওয়া হল শ্রীভূমি স্পোর্টিংয়ের লাইট অ্যান্ড সাউন্ডের খেলা
Oct 20 2023, 01:50 PM ISTহালয়ার রাত থেকেই শ্রীভূমির মণ্ডপে দর্শনার্থীদের ঢল নামে। শনি ও রবিবার ভিআইপি রোড ও ইএম বাইপাসে তীব্র যানজট হয়। বিধাননগর কমিশনারেটের দাবি, শনিবার নির্ধারিত সময়ের চার ঘণ্টা পরে মণ্ডপ খোলা হয়েছিল।