কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য়প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ সংস্থায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়র পদে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। জেনে নিন আবেদনের যোগ্যতা ও শেষ তারিখ।

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। শীঘ্রই নিয়োগ হবে সরকারি দফতরে। এই মর্মে প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। কেন্দ্রীয় মন্ত্রক অধীনস্থ এডুেশন অ্যান্ড রিসার্চ নেটওয়ার্ক অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগ করা হবে। চুক্তি ভিত্তিক হবে নিয়োগ। সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়র পদে কর্মী নিয়োগ করবে সংস্থা। এই পদে আবেদনের জন্য নির্দিষ্ট যোগ্যতা থাকা প্রয়োজন। অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদেরই একমাত্র নিয়োগ করে হবে এই পদে। তাই দেরি না করে আবেদন করুন। জেনে নিন কারা আবেদন করতে পারেন কেন্দ্রীয় মন্ত্রক অধীনস্থ এডুেশন অ্যান্ড রিসার্চ নেটওয়ার্ক অফ ইন্ডিয়াতে।

যোগ্যতা

কেন্দ্রীয় মন্ত্রক অধীনস্থ এডুেশন অ্যান্ড রিসার্চ নেটওয়ার্ক অফ ইন্ডিয়াতে নেওয়া হবে সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়রয সংশ্লিষ্ট পদে আবেদন করতে টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং শাখার যে কোনও বিষয়ে স্নাতক হলে আবেদন করতে পারবেন। কিংবা কম্পিউটার অ্যাপ্লিকেশন, টেলিকমিউনিকেশন বিষয় স্নাতকোত্তর যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন। এরই সঙ্গে কেন্দ্রীয় কিংবা রাজ্য সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

বয়সের সীমা

সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়র- পদে আবেদন করতে অবশ্যই বয়সের নির্দিষ্ট সীমা থাকতে হবে। কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য়প্রযুক্তি মন্ত্রকের কর্মী নিয়োগ হবে শীঘ্রই। সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়র পদে কর্মী নিয়োগ করবে সংস্থা। এই পদে আবেদনের জন্য কর্মীর বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। এমনই উল্লেখ আছে বিজ্ঞপ্তিতে। 

বেতন

কেন্দ্রীয় মন্ত্রক অধীনস্থ এডুেশন অ্যান্ড রিসার্চ নেটওয়ার্ক অফ ইন্ডিয়াতে হবে কর্মী নিয়োগ। প্রতি মাসে ৪৫ থেকে ৬০ হাজার টাকা বেতন হিসেবে পেতে পারেন। সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়র পদে কর্মী নিয়োগ করবে কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য়প্রযুক্তি মন্ত্রক।

নিয়োগ পদ্ধতি

ইমেল মারফত আবেদন করতে পারেন। আপনার জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শসংপাত্রের মতো নথি জমা দিতে হবে। আবেদব গ্রহণ করা হবে ৩০ মার্চ পর্যন্ত। ইন্টারভিউ-র মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।