৫০ হাজারের অনেকটাই নীচে ২২ ক্যারেট সোনার দাম, দোকানে যাওয়ার আগে জেনে নিন আজকের দর
May 17 2022, 08:55 AM ISTফের দাম কমল সোনার। তবে শুধু দাম কমাই নয়, ৪ মাসে সবচেয়ে সস্তা হল সোনা। বিশ্ব বাজারে অব্যাহত সোনার দাম। তার কারণে ভারতেও সোনার দাম হুড়মুড়িয়ে পড়ছে। সপ্তাহের শুরুতে এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম অনেকটাই কমে গেছে। শুধু তাই নয়, আগামী দিনে নাকি আরও কমতে পারে সোনার দাম তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। গত একমাসের মধ্যে সবচেয়ে সস্তা হল সোনার দাম। সকাল সকালই অনেকটাই দাম কমল সোনালি ধাতুর। পাশাপাশি রূপোর দামেও ব্যাপক পতন। বিশ্ব বাজারে দুর্বলতার প্রভাব পড়ল ভারতে। এবার তার জেরেই সস্তা হল সোনা।মঙ্গলবার ২২ ও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল, জেনে নিন আজকের সোনার দর।